দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। গত মঙ্গলবার বিকালে সীতাকু- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশের উদ্বোধন করেন কাজী মোজাম্মেল হক সমীর। কৃষক দলের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং নাছির উদ্দীন ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছালামত উল্লাহ সালাম, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, সহসভাপতি একরাম উল্লাহ নয়ন, আবুল মুনসুর মেম্বার, মিয়া মোঃ শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর ভূঁইয়া, বিএনপি নেতা শহিদ উল্লাহ বাবুল, সালাউদ্দিন, দিদারুল আলম, যুবদল সভাপতি কাজী বদর উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, স্বেচ্ছাসেবক নেতা আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক আলতাব হোসেন।
সমাবেশে বক্তারা সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শহীদ জিয়া কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন
আরো দেখুন চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত
- চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের নতুন সময়সুচী
- সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় নৈশ প্রহরী নিহত
- সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের,অভিযুক্ত এক আসামি গ্রেপ্তার
- ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আছে কুমিরার রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল
Comments are closed.