Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের,অভিযুক্ত এক আসামি গ্রেপ্তার 

সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের চেষ্টার  অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার ওই কলেজ ছাত্রীর মা মর্জিনা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অপহরণ ও ধর্ষণ চেষ্টা অভিযোগ আনার পাশাপাশি চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। 
মামলায় অভিযুক্ত চার আসামীরা হলেন , মো: রাকিব (২২) পিতা- অলি আহমদ, মোঃ রিপন (৩৫) পিতা-অজ্ঞাত, তারা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং গুলিয়াখালী সৈকতে জিয়ানি হোটেলের কারিগর, মোঃ পারভেজ( ২৭) পিতা-নুর আলম ভুঁইয়া এবং গুলিয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ হাসান (৩০), পিতা- শাহাজাহান, রমজান আলী বাড়ির বাসিন্দা।
এদিকে মামলা পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকেলে গুলিয়াখালি এলাকা থেকে মো. রাকিব (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মামলার এজাহারনামীয় ৩ নং আসামি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানা পুলিশ। গ্রেপ্তার রাকিব সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার অলি আহাম্মদের পুত্র। 
 সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান, গুলিয়াখালি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে বন্ধু ও ভাইদের নিয়ে ঘুরতে যাওয়া কলেজ পড়ুয়া এক তরুণী চার বখাটের কবলে পড়েন।  তারা তরুণীর সাথে থাকা বন্ধুকে উপকূলের ঝাউ গাছের সঙ্গে বেঁধে রেখে তরুণীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই ঘটনার পর ওই তরুণীর ছোট ভাই দৌঁড়ে গিয়ে সমুদ্র সৈকত এলাকায় থাকা স্থানীয় এলাকাবাসীর সহায়তা চান। তারা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। 
সীতাকুণ্ড থানার ওসি মুজিবর রহমান জানায়, পলাতক আসামীদের আটকের জোর অভিযান চলছে। অপরাধ করে কেউ পার পাবেনা। 
শেয়ার করুন-

Comments are closed.

Copyrighted By Calaman Sitakund