Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রস্তুতি নিয়ে পুলিশ সুপারের সাথে মত বিনিময় 

চলমান প্রতিবেদক :
চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম শিবচতুর্দশী মেলায় দোকান, যানবাহন বা অন্য কোন কিছু থেকে যেন কোন চাঁদাবাজি না হয় সেদিকে সকল রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা ও মেলার স্বেচ্চাসেবকদের কঠোরভাবে মনিটরিং করতে হবে। কেউ চাঁদাবাজি করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে কোন দলীয় তদবির গ্রহন করা হবে না। বরং কেউ তদবির করলে তাকে তদবিরকারী হিসেবে তালিকা ভুক্ত করা হবে। এ জন্য আমি একটি পরম তৈরী করেছি। সেখানে তদবিরকারীকে সাক্ষর করতে হবে। অপরাধীকে বাঁচানোর সহযোগি হিসেবে তদবিরকারীর নাম স্থায়ীভাবে লিখে রাখা হবে যেন ভবিষ্যতে তদবিরকারীও ভালো কোন অবস্থানে যেতে না পারে। চন্দ্রনাথ ধামে আসন্ন শিব চতুর্দশী ও দোল পূর্নিমা মেলা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম পুলিশ সুপার আরো বলেন,এবারের মেলাটি হবে সম্প্রীতির উদাহরণ। এখানে দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী আসেন। তাদেরকে নিরাপদে তীর্থ করে ফিরে যেতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেব। পুলিশ ১১টি ভাগে বিভক্ত হয়ে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেবে। তিনি উপস্থিত রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৫ আগষ্টের পর পরিবর্তিত পরিস্থিতি দুর্গা পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে আপনারা সর্বাত্নক সহযোগিতা করেছেন। মঠ-মন্দির পাহারা দিয়েছেন। শিব চতুর্দশী মেলা আমাদের দেশের ভাবমূর্তির বিষয়। ছোট ছোট ঘটনা বড় ঘটনার জন্ম দেয়। আন্তর্জাতিকবাবে আমাদেরকে বড় সমস্যায় ফেলে। এসব যেন না হয় তা দেখতে হবে সবাইকে। পুলিশ সুপার বলেন, এই মেলাটিকে সুন্দরভাবে শেষ করে আমরা সবাইকে সম্প্রীতির মেসেজ দিতে চাই। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সেলিমের সঞ্চালনায় এতে পুলিশ সুপার সীতাকুণ্ড স্রাইন কমিটি, মেলা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জানতে চান এ মেলা সুষ্ঠ করতে তারা কি কি পদক্ষেপ হিচ্ছেন।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারন সম্পাদক এড.চন্দন দাশ বলেন, মেলাকে নিরাপদ করতে স্রাইন কমিটি ও মেলা কমিটি যৌথভাবে কাজ করবে। মেলায় পাহাড় থেকে সমতলে থাকবে সিসি ক্যামেরা। রাতে পুরো তীর্থভূমিতে আলোর ব্যবস্থা করা হবে। থাকবে ৫ শতাধিক স্বেচ্চাসেবক। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্যরা মেলা তদারকি করবেন। সবার সহযোগিতায় একটি সুন্দর মেলা সম্পন্ন করতে চান বলে মন্তব্য করেন মেলা কমিটির নব নির্বাচিত সম্পাদক মনোজ কুমার নাথ। এতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সহ-সেক্রেটারি এড. আশরাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন উর্দ্ধতন বিভিন্ন অফিসার, সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবর রহমান, স্রাইন কমিটির যুগ্ন সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, মেলা কমিটির অতিরিক্ত সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, যুগ্ন সম্পাদক অপু চৌধুরী আকাশ, যুগ্ন সম্পাদক মিটন রবি দাশ, সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ এবং স্রাইন কমিটির কর্মকর্তা তুষার চক্রবর্তী ও এড. রাজীব দাশ।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ এ মেলাকে সুষ্ঠ করার জন্য সবরকম সহযোগিতা করার ব্যাপারে পুলিশ সুপার এবং ধর্মীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

শেয়ার করুন-

Comments are closed.

Copyrighted By Calaman Sitakund