Press "Enter" to skip to content

সীতাকুন্ড উপজেলা ২৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী  মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল,চরঘেরা জাল,কারেন্ট জাল,বেড় জাল, খুটিঁ জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন অভিযান চালানো হয়েছে। গতকাল উপজেলা মৎস্য দপ্তর, কুমিরা কোস্ট গার্ড এবং কুৃমিরা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে  সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে  ২৫ হাজার মিটারের চরঘেরা  জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, 
 চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ( প্রশাসন) বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক (সম্প্রসারণ ও প্রশিক্ষণ) মোঃ মাসুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ড
কন্টিনজেন্ট কমান্ডার  শওকত আকবর,  কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ি এএসআই আবদুল আলিম প্রমুখ।
শেয়ার করুন-

Comments are closed.

Copyrighted By Calaman Sitakund