Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ৫৭৫ জন জেলে পরিবারে ভিজিএফ চাল বিতরণ

সীতাকুণ্ডে প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলায় ২হাজার ৬শ জন মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে মোট ১০৪ মেক্টিকটন ভিজিএফ চাল বরাদ্ধ দেয়া হয়েছে। গত শুক্রবার সকালে বাড়বকুন্ড ইউনিয়নে ১০৫জন ও কুমিরা ইউনিয়নে ৪৭০ জন জেলে পরিবারের ৪০ কেজি করে মোট ২৩ মেক্টিকটন ভিজিএফ চাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিজেন্ট কমান্ডার(ভাটিয়ারী) আবু সাঈদ, প্রশাসনিক কর্মকর্তা শৌভন কান্তি ভৌমিক, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, ফাতেমা বেগম,শাবনুর আক্তার, মৎস্যজীবী প্রতিনিধি মোঃ শফি প্রমূখ।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ফখরুল ইসলাম বলেন, ইলিশ উৎপাদনে এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। তাই মৎস্য সংরক্ষণ আইন মেনে চললে ইলিশ উৎপাদনে আমরা আরো দ্বি-গুন করতে সক্ষম হবো এবং সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

 

শেয়ার করুন-

Comments are closed.

Copyrighted By Calaman Sitakund